ইদ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুর এলাকা। অভিযোগ উঠেছে, ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের সঙ্গে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে গণ্ডগোল হয়। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি চলে। মাঠের আশপাশের বাড়িঘর ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি জানিয়েছেন, কোনও গোষ্ঠী সংঘাতের ঘটনা ঘটেছে। গ্রামে একটি খেলাকে কেন্দ্র করে অশান্তি হয়েছে। এই ধরনের ঘটনা না ঘটাই কাম্য। পুলিশ যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেই আর্জি জানিয়েছেন তিনি।