আলিপুরদুয়ার-২ ব্লকের মাঝেরডাবরি অঞ্চল সভাপতি বিষ্ণু রায়কে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য নেতৃত্বের তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, দলীয় কার্যালয়ের সামনেই নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে বিষ্ণু রায়কে বহিষ্কার করা হয়েছে। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি।
সোমবার রাতে বিষ্ণু রায়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদক-সহ গ্রেপ্তার করেছিল শামুকতলা থানার পুলিশ। যদিও অভিযুক্ত নেতার ঘনিষ্ঠদের সাফাই, তিনি মত্ত থাকলেও তাঁর সঙ্গে কোনও মাদক পাওয়া যায়নি। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত নেতাকে দলের যাবতীয় পদ থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।
পুলিশ সূত্রে খবর, মাদক উদ্ধারের ঘটনায় বিষ্ণু রায়ের পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই তৃণমূল নেতা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধৃতদের থেকে তিনটি মোবাইল ফোন, বেশ কিছু পরিমাণ টাকা ও কাগজপত্র উদ্ধার হয়েছে। বিষ্ণু রায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের গ্রুপ-ডি কর্মী পদে কর্মরত রয়েছেন।