• facebook
  • twitter
Saturday, 30 November, 2024

উপভোক্তাদের সচেতন করতে তিন দিনের ক্রেতা সুরক্ষা মেলা বর্ধমানে

সব শ্রেণির মানুষকে সচেতন করতে তিন দিনের ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে বর্ধমানে। দক্ষিণবঙ্গে প্রথম রাজ্যের পাঁচ জেলাকে নিয়ে এবারের মেলা।

সব শ্রেণির মানুষকে সচেতন করতে তিন দিনের ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে বর্ধমানে। দক্ষিণবঙ্গে প্রথম রাজ্যের পাঁচ জেলাকে নিয়ে এবারের মেলা। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মহা সমারোহে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার বিকেলে।

রাজ্যের চার মন্ত্রী সহ জেলা প্রশাসনের সমস্ত দপ্তরের আধিকারিক, পুরসভা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিরা হাজির ছিলেন। অংশ নিয়েছিলেন কয়েক হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। মেলাকে কেন্দ্র করে শহর বর্ধমানের উৎসব ময়দানে সাজো সাজো রব। শুধুমাত্র ক্রেতা সুরক্ষা বিষয়েই নয়, মেলায় ছোট বড়ো সকলের বিনোদন, হস্তশিল্প সহ নানা সামগ্রী বেচা-কেনার আয়োজন রয়েছে।

উৎসব ময়দানে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন হয় বৃক্ষরোপণের মাধ্যমে। পরে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ও উপভোক্তা বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মোহান্ত ও খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জোৎস্না মান্ডি। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক আয়েষা রানি, দুই বিধায়ক শম্পা ধারা ও খোকন দাস‌‌‌, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা প্রিয়দর্শিনী এস সহ কর্মাধ্যক্ষ, সরকারি আধিকারিকরা।

স্বাগত ভাষণে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বিভিন্ন ক্ষেত্রে ক্রেতাদের অধিকারের বিষয়গুলো সহজ সরল ভাষায় বুঝিয়ে বলেন। তিনি বলেন, ক্রেতাদের অধিকার সুরক্ষা সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধরনের মেলা জেলাতেও আয়োজন করা হচ্ছে। ১ ডিসেম্বর পর্যন্ত এই মেলার স্টলে সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে সমস্ত মানুষের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন।

তিন দিনের এই মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থার স্টলে উপভোক্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে। আছে হস্তশিল্পের স্টল। এছাড়াও তিন দিনের মেলা উপলক্ষে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, লোকগান, ঝুমুর, আলোচনাচক্র। থাকছে নামি শিল্পীদের সংগীত পরিবেশন। মেলায় ডিজিটাল মাধ্যমে কেনাকাটা বা ইলেকট্রনিক লেনদেন করতে গিয়ে ঠকে না যান, তার জন্য যাবতীয় পরামর্শ দেওয়া হবে। মেলায় রয়েছে ৬০টি স্টল।