• facebook
  • twitter
Friday, 15 November, 2024

কল্যাণী এইমসে উত্তেজনা, চুক্তিভিত্তিক কর্মীদের কাজে ঢুকতে বাধা

সপ্তাহের শুরুতেই সোমবার কল্যাণী এইমসের সামনে উত্তেজনা। চুক্তিভিত্তিক কর্মীদের এইমসে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা।

সপ্তাহের শুরুতেই সোমবার কল্যাণী এইমসের সামনে উত্তেজনা। চুক্তিভিত্তিক কর্মীদের এইমসে ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা। এইমসে নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার সরব হয়েছেন বিজেপির একাংশ থেকে শাসক দলের নেতারা। এবার রাস্তায় নামলেন স্থানীয়রা। এদিন সকালে  এইমসে চুক্তিভিত্তিক কর্মীরা  কাজে যোগ দিতে এলে, তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইমস কর্তৃপক্ষ মোটা অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছে, অথচ স্থানীয়দের নিয়োগ করা হচ্ছে না। বারংবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি।

স্থানীয় বাসিন্দা সাইফুল মণ্ডল বলেন, স্থানীয়দের কি কোনও যোগ্যতা নেই? কেন বহিরাগতদের নিয়োগ করা হবে মোটা অর্থের বিনিময়ে। যতক্ষণ না এর বিহিত হচ্ছে, ততক্ষণ আমরা বহিরাগত চুক্তিভিত্তিক কর্মীদের ভিতরে ঢুকতে দেব না।

চুক্তিভিত্তিক কর্মীরা জানান, সকালে কাজে যোগ দিতে এসেছিলেন। কিন্তু স্থানীয়রা ভিতরে ঢুকতে বাধা দেন। কাজে যোগ দিতে পারেননি। বাইরে বসে রয়েছেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এইমসের বাইরে কল্যাণী থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।