কিশোরীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক সুকুরু দাস ওরফে চিংড়িকে গ্রেপ্তার করেছে বালি থানার পুলিশ।
সোমবার দুপুরে বালির নিমতলা এলাকার ঘটনা। সূত্রের খবর, বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ছুরি দেখিয়ে ভয় দেখায় যুবক। ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। কিশোরী কান্নাকাটি শুরু করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে। এর পর কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে এলে কান্নায় ভেঙে পড়ে সে। তারপর সমস্ত বিষয় বাড়িতে জানাতেই পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক সুকুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে নির্যাতিতার গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।