ঝড়খালিতে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্থ ম্যানগ্রভ অরণ্য

সুন্দরবন এলাকাকে বুক দিয়ে আগলে রাখে ম্যানগ্রোভ অরণ্য।বিধ্বংসী ঝড়,সাইক্লোনের সময় সুন্দরবন এলাকার বাসিন্দাদের রক্ষাকর্তা হয় এই ম্যানগ্রোভ। বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের কবলে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য। আগুন লাগে ঝড়খালির অ্যানিম্যাল পার্কের পাশে।

সূত্র মারফত জানা গিয়েছে, পিছনের একটি বহুজাতিক সংস্থার রিসর্টের পিছনে ভয়াবহ আগুন লাগে সেই আগুন ছড়িয়ে ক্ষতিগ্রস্থ হয় বিস্তীর্ণ ম্যানগ্রোভ এলাকা। রিসর্টের পেছনের দিকের ফাঁকা জমিতে উলু বনে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। আগুনের তীব্রতা বেড়ে ক্ষতিগ্রস্থ হয় বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

কিছুদিন আগেই বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মুড়োখালি গ্রাম লাগোয়া এলাকায় ম্যানগ্রোভ নিধনের অভিযোগ ওঠে। নদীর পাড় বরাবর পাইন, গেঁওয়ার মতো বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের জঙ্গল সাফ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হল সেই ম্যানগ্রোভ।


কয়েকদিন আগেই বাঁকুড়ার সোনামুখী, শুশুনিয়া, ঝিলিমিলি রেঞ্জের সুতান জঙ্গলের একের পর এক গাছ পুড়ে যায়, এবার আগুন গ্রাস করল ম্যানগ্রোভ অরণ্যকে।