• facebook
  • twitter
Thursday, 31 October, 2024

মেদিনীপুর শহরে হঠাৎ বৃষ্টি, আলোর উৎসবে নেমে এলো অন্ধকার

দ্যুৎ দপ্তরের  কর্মীরা জানান, বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস বইছে, যার ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনের তারের উপর গাছের ডাল ভেঙে পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের একটি টুকরো দৃশ্য। নিজস্ব চিত্র

কালীপূজার দিন বৃহস্পতিবার সন্ধ্যার সময়  আচমকা  মেদিনীপুর এর আকাশ কালো মেঘে ঢেকে যায়,  শুরু হয় বৃষ্টি।  যার ফলে সমস্যায় পড়েন কালীপূজা কমিটির উদ্যোক্তারা। সেই সঙ্গে মেদিনীপুর শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার ফলে আলোর উৎসবে অন্ধকারে ঢেকে যায় ঐতিহাসিক মেদিনীপুর শহর ও সব পার্শ্ববর্তী এলাকা। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার ফলে  প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে মেদিনীপুর শহরের বাসিন্দারা  নিজেদের বাড়ি আলো করার চেষ্টা করে।  তবে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে মানুষ কালী পূজার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার  আশঙ্কা করছেন।

শুধু মেদিনীপুর শহর নয়  পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর,কেশিয়াড়ি, বেলদা,নারায়ণগড়,দাঁতন, মোহনপুর এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে সমস্যায় পড়েছেন  পুজো কমিটির উদ্যোক্তা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন।

তবে কী কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন মেদিনীপুর  শহর সহ পার্শ্ববর্তী এলাকা  তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বিদ্যুৎ দপ্তরের  কর্মীরা জানান, বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস বইছে, যার ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইনের তারের উপর গাছের ডাল ভেঙে পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ দপ্তরের  কর্মীরা  দ্রুত বিদ্যুৎ লাইনে মেরামতের কাজ শুরু করেছে।