• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

চাকরিহারা শিক্ষকদের ফেরানোর দাবিতে পড়ুয়াদের মিছিল মাথাভাঙায়

বিদ্যালয়ে মোট শিক্ষিকা ২৭ জন। ওই ২৭ জনের মধ্যে চাকরি গিয়েছে ৬ জনের। চাকরিহারা ৬ জনের মধ্যে ৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা।

সর্বোচ্চ আদালতের রায়ে রাজ্যে প্রায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীর চাকরি গিয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অবতীর্ন হয়েছেন, এবার তাদের হয়ে প্রতিবাদে নেমেছে সাধারণ ছাত্র ছাত্রীরা। শনিবার কোচবিহারের মাথাভাঙা গার্লস হাইস্কুলে শিক্ষক শিক্ষিকাকে ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদে নামে বিদ্যালয়ের ছাত্রীরা।

শনিবার সকাল থেকে বিদ্যালয়ের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তাঁরা। তাঁদের দাবি ওই ছয় শিক্ষিকা অত্যন্ত ভালো পড়ান। পড়ুয়াদের সঙ্গে তাঁদের সম্পর্কও অত্যন্ত নিবিড়। তাঁরা স্কুলে না থাকলে পড়াশোনার অনেক সমস্যা হবে। প্ল্যাকার্ডে শিক্ষিকাদের অবিলম্বে ফিরিয়ে আনার কথা লেখা ছিল।

বিদ্যালয় সূত্রে খবর, বিদ্যালয়ে মোট শিক্ষিকা ২৭ জন। ওই ২৭ জনের মধ্যে চাকরি গিয়েছে ৬ জনের। চাকরিহারা ৬ জনের মধ্যে ৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। একসঙ্গে ৬জনের চাকরি চলে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে স্কুলের পরিচালন কমিটি। কীভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে, কীভাবে সিলেবাস শেষ হবে, সেই আশঙ্কার মাঝেই স্কুলের প্রধান শিক্ষিকা চিৎকনা সাহা ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, চাকরিহারা ওই শিক্ষিকারা অত্যন্ত ভালো। দক্ষতার সঙ্গে তাঁরা পড়া বোঝাতেন। শিক্ষিকাদের অভাবে স্কুল চালানো সম্ভব নয়।