এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনকি ওই বিদ্যালয়ে রোজ মিড ডে মিল রান্ন হয় না বলেও অভিযোগ উঠেছে। এই মারধরের ঘটনার পর এলাকায় ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার তপসিয়া চক্রের অধীন কুলিয়ানা গ্রামপঞ্চায়েতের জোড়াকুসমা প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভাস তড়াই পড়া না পারার জন্য দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে মারলে তার ঠোঁট কেটে যায়। ঘটনার পর ছাত্রটির পরিবারের লোকজন এবং গ্রামের কিছু লোকজন বিদ্যালয়ে এসে কেন ছাত্রটিকে মারা হয়েছে তার কৈফিয়ত চায়।
সাময়িকভাবে ক্ষোভ মিটলেও পরে গ্রামের আরো কিছু লোকজন জড় হয়ে বিদ্যালয়ে নিয়মিত মিড ডে মিল রান্না হয় না বলে বিক্ষোভ দেখান। পরে স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান সাবিত্রী মুদি ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে ক্ষোভ প্রশমিত করেন। যদিও প্রধান শিক্ষকের দাবি দুদিন ধরে জ্বালানি না মেলার কারণে রান্না করা যায়নি। বুধবার রান্না না হলেও পড়ুয়াদের বিকল্প কোনো খাবারও দেওয়া হয়নি। যদিও বৃহস্পতিবার শুকনো চিঁড়া দেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষক দাবি করেছেন। উল্লেখ্য এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া সংখ্যা ১৫ জন। শিক্ষক রয়েছেন তিন জন। প্রধান শিক্ষক বিভাস তড়াই বলেন, পড়ুয়াটি পড়া না পারায় হাত দিয়ে মেরেছিলাম। ঠোঁটে লেগে গিয়ে রক্ত বেরিয়ে যায়।