‘সৎ’ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে নাবালিকা। দিনের পর দিন নাবালিকার উপর চলেছে অমানবিক নির্যাতন। হাজার অনুরোধেও তার ছাড় মিলতো না। উল্টে হুমকি দেওয়া হয়েছিল, কাউকে কিছু জানালে খুন হতে হবে তাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ‘সৎ’ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নাবালিকা কুলতলি থানার কৈলাসনগরের বাসিন্দা। প্রায় চার বছর আগে ছোট বয়সেই সে বাবাকে হারিয়েছিল। এরপর মা ওই এলাকারই একজনকে বিয়ে করেন। মা এবং ‘সৎ’ বাবা শম্ভু দাসের সঙ্গে একই বাড়িতে থাকত ওই নাবালিকা। অভিযোগ উঠেছে, ‘সৎ’ বাবা সকলের আড়ালে ধর্ষণ করত ওই নাবালিকাকে। একবার নয়, একাধিকবার ধর্ষণ করা হয় তাকে। পাশাপশি চলত শারীরিক নির্যাতনও। বহুদিন ধরেই চুপচাপ এই কুকাজ করে যাচ্ছিলেন ‘সৎ’ বাবা। খুনের হুমকি দেওয়ায় আতঙ্কে মুখ বন্ধ রেখেছিল ওই নাবালিকাও।
অবশেষে মা-এর হস্তক্ষেপে এই নারকীয় ঘটনার পর্দাফাঁস হয়। কোনো কারণে সন্দেহ হয়েছিল নাবালিকার মায়ের। তিনি মেয়েকে একটু জোর দিয়ে জিজ্ঞেস করতেই সে সবকিছু মা-কে জানায়। নিযাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিল ওই নাবালিকা। আর অপেক্ষা করেননি মা। তৎক্ষণাৎ তিনি থানায় অভিযোগ জানান। এর উপর ভিত্তি করে পুলিশ অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।