নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

প্রতীকী চিত্র।

নদিয়ায় নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ পিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকায়। দীর্ঘ পাঁচ বছর ধরে সৎ পিতার লালসার স্বীকার হয়েছেন ওই নাবালিকা। এই ঘটনায় নদিয়া জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে নদিয়ার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের প্রতিবেশীরা। এলাকার বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে, এদিন কৃষ্ণনগরের কোতোয়ালির ভালুকা নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে।

পুলিশ মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠায়। সেখানে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।