বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে হুগলি নদীর বানের মুখে পড়া একটি স্পিড বোট। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে হুগলি নদীতে বানের কবলে পড়েছিল স্পিড বোটে থাকা চার যুবক। বরাবরই অমাবস্যার ভরা কোটালে হুগলি নদীতে বান আসে। নদীর পাড়ে প্রবল জলোচ্ছ্বাস হয়। আগাম পূর্বাভাস পেয়ে আগে থেকেই মাঝ নদীতে সরিয়ে নিয়ে যাওয়া হয় লঞ্চ অথবা যাত্রীবাহী নৌকা।
এদিনও প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা পেয়ে নৌকা সরানোর কাজ চলছিল। তারই মাঝে হঠাৎই বান আসায় জলের তোড়ে উল্টে যায় নদীতে থাকা একটি স্পিড বোট। সূত্রের খবর, সেই সময় ওই স্পিড বোটে ছিল চারজন যুবক। টাল সামলাতে না পেরে চারজনই জলে পড়ে যান। অল্পের জন্য প্রাণরক্ষা পায় তাঁদের। পাশে থাকা লঞ্চের কর্মীরা তাঁদের উদ্ধার করে।