আসানসোলের সালানপুর ব্লকে প্রচুর কল-কারখানার জেরে অতিরিক্ত দূষণ। তার ফলে শ্রমিক থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে টিবি ও সিলিকোসিসের মত রোগ। দেন্দুয়ার বরাভূই ও রামডি গ্রামে সিলিকোসিস রোগে আক্রন্ত বেশ কয়েকজন এবং বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে দাবিও করেছেন স্থানীয়রা। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর বেশ কয়েকজনকে চিহ্নিত করে, তাদের সিলিকোসিস রোগীর আই কার্ড বরাদ্দ করেছে। রাজ্যে সরকারের তরফে জেলায় গঠন করা হয়েছে একটি বিশেষ দল। সেই দল এবার শুক্রবার সকালে সালানপুর ব্লকে শ্রী আঞ্জানি সিরামিক্স নামক কারখানায় পরিদর্শন করতে আসেন। সেই দলে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।
তাঁরা এদিন কারখানা চত্বর ঘুরে কারখানার পরিকাঠামো খতিয়ে দেখেন। মিনিট দশেক পর তাঁরা কারখানা ছাড়েন। তবে ওই কারখানার ম্যানেজার সোমনাথবাবু বলেন, তাঁরা কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষার জন্য সমস্ত নিরাপত্তার বিষয়গুলি রক্ষণাবেক্ষণ করে চলেন। তবে কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, তাঁদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ কিছুই ভাবেন না, এমনকি এত দূষণ তাদের ম্যাক্স ও দেওয়া হয় না। এই প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি অমর মাহাতা বলেন, আজকের কারখানা পরিদর্শন ছিল লোক দেখানো। জেলার যে বিশেষ দল কারখানায় আসবে তা কারখানার মালিক আগেই জানতেন হয়তো, তাই সেই সময় শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়েছিলো।