• facebook
  • twitter
Friday, 11 April, 2025

হাওড়ায় মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু ছেলেরও

মা ও ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশের অনুমান, এই অসুস্থতাই তাঁদের মৃত্যুর কারণ।

ফাইল ছবি

হাওড়ার দাসনগরে মায়ের পচাগলা দেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হল ছেলেরও। রবিবার সন্ধ্যায় দাসনগরের বালিটিকুরির এক বাড়ি থেকে রাসমণি নন্দী নামে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই বাড়িতে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাঁর ত্রিশ বছরের ছেলে সুরজ নন্দীকেও। পুলিশ তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করায়, কিন্তু রাত বারোটার পরই সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা ও ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পুলিশের অনুমান, এই অসুস্থতাই তাঁদের মৃত্যুর কারণ।

প্রতিবেশীরা জানান, গত রবিবার থেকেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল। কয়েকদিন ধরে আশেপাশে মাছির উপদ্রব বাড়তে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা জানান, মা ও ছেলেকে প্রায় ১৫ দিন ধরে দেখা যায়নি। সেই সূত্র ধরেই পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। একতলার ঘরে খাটের উপর রাসমণির পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। শরীরের একাধিক জায়গায় পচন ধরায় পুলিশের অনুমান, তাঁর মৃত্যু চার-পাঁচদিন আগেই হয়েছে। এরপর দোতলার ঘর থেকে অসুস্থ সুরজকে উদ্ধার করা হয়।

সুরজের তেমন কোনও নির্দিষ্ট কাজ ছিল না। মাঝেমধ্যে বাজার বা দোকানে যেতেন, তবে মা-ছেলে কারও সঙ্গেই খুব বেশি মেলামেশা করতেন না বলে জানান প্রতিবেশীরা। রাসমণির মৃত্যুর পর সুরজেরও মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।