‘বিশ্ব দেখবে বিদ্যালয়ে’। স্কুলে বসে দেখা যাবে গোটা বিশ্বকে! খুদে পড়ুয়ারা পঠনপাঠনের পাশাপাশি জানতে পারবে দুনিয়া সম্পর্কে। ছাত্রছাত্রীদের কাছে শ্রেণিকক্ষের পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তুলতেই চালু করা হয় স্মার্টক্লাস বা ডিজিটাল ক্লাসরুম। শহরের বেশিরভাগ বেসরকারি এবং অভিজাত স্কুলগুলোতে স্মার্টক্লাসের চল রয়েছে। এবার নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন স্কুলে চালু হল স্মার্ট ক্লাসরুম। শনিবার এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হল।
স্কুলের প্রাক্তন ছাত্র উজ্জ্বল দাশগুপ্তের উদ্যোগে এই স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে। স্মার্টক্লাসের মাধ্যমে শিক্ষাদানের অনেকগুলো ভালো দিক রয়েছে। এর ফলে পড়ুয়াদের কাছে পড়াশোনাটা বেশ আনন্দদায়ক ও সহজ হয়ে উঠবে। পাশাপাশি ছাত্রছাত্রীরা বইতে যা পড়ছে প্রোজেক্টরের সাহায্যে সেটাই চোখের সামনে দেখতে পাবে এবং কঠিন বিষয়গুলোকে তারা সহজেই বুঝতে পারবে।
পান্নালাল ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক রমেন ভাওয়াল বলেন, এই স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উজ্জ্বল দাশগুপ্তের উদ্যোগে এই স্মার্ট ক্লাসরুম চালু করা সম্ভব হয়েছে। স্মার্ট ক্লাসরুম চালু হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা।