• facebook
  • twitter
Thursday, 16 January, 2025

সর্ষের আড়ালে পোস্ত চাষ, নাথুয়ারটারিতে পুলিশের অভিযানে ধ্বংস সাত বিঘা জমি

এর আগেও মেন্দাবাড়ি এলাকায় বেআইনি পোস্ত চাষের সন্ধান পেয়েছিল পুলিশ। সেই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল।

সর্ষে চাষের নামে গোপনে পোস্ত চাষ করার অভিযোগে নাথুয়ারটারি এলাকায় বড়সড় অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাত বিঘা জমির বেআইনি পোস্ত চাষ নষ্ট করা হয়। জমির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আলিপুরদুয়ার-১ ব্লকের নাথুয়ারটারি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও মেন্দাবাড়ি এলাকায় বেআইনি পোস্ত চাষের সন্ধান পেয়েছিল পুলিশ। সেই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নাথুয়ারটারি এলাকার এই চাষের খবর পায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা লক্ষ্মীন্দর ওরাওঁ বলেন, “আমরা জানতামই না যে এখানে পোস্ত চাষ হচ্ছে। আমরা ভেবেছিলাম সর্ষের চাষ চলছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। যারা এই চাষ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।”

অপর এক বাসিন্দা বিষ্ণু ধর বলেন, “এলাকাটি একটু নির্জন হওয়ায় দুষ্কৃতীরা এখানে চুপিসারে পোস্ত চাষের পরিকল্পনা করে। সকালে এত পুলিশ দেখে আমরা হতবাক হয়ে যাই। পরে জানতে পারি, বেআইনি পোস্ত চাষ ধ্বংস করা হয়েছে।”

বুধবার পুলিশ ট্র্যাক্টর দিয়ে গোটা জমির চাষ নষ্ট করে দেয়। এ বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায় বলেন, “পোস্ত চাষ পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সাধারণ মানুষের কাছে আবেদন, এমন বেআইনি চাষ করবেন না। পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।”

উল্লেখ্য, কিছুদিন আগেও মেন্দাবাড়ি এলাকায় বেআইনি পোস্ত চাষ ধ্বংস করেছিল পুলিশ। সেই সময় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযুক্তের চাকরিও চলে যায়।