সাতদিন পর অবশেষে নিখোঁজ ছাত্রের সন্ধান মিলে গেল। পূর্ব বর্ধমানের কালনা মহকুমার নাদনঘাট থানা এলাকার নসরৎপুরের বাসিন্দা ওই ছাত্রের নাম অঙ্কিত ঘোষ। দ্বাদশ শ্রেণীর ছাত্র অঙ্কিত গত ২৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। ওই দিন অঙ্কিত নবদ্বীপে যায় টিউশন পড়তে।
তবে সে আর বাড়ি ফেরেনি। ওই দিন থেকে একটানা তার খোঁজ চলে। একদিকে পুলিশ অন্যদিকে পরিবারের লোকজন তার খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। শেষে মোবাইল ফোনের সূত্র ধরেই ছাত্রের খোঁজ পাওয়া গেছে বলে জানা গেছে। এদিন তাকে মেদিনীপুর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার পড়েছে পুলিশ। তবে কি ভাবে সে নিখোঁজ হলো , এই কটা দিন কোথায় ছিল তা কোন ভাবেই জানা যায় নি। পরিবারের দাবি অঙ্কিত সুস্থ হলেই সব কিছু জানা যাবে।