• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

জামিনে মুক্তি পেয়ে দলে ফেরার ইচ্ছে শান্তনুর

নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে দু'বছর জেলবন্দি ছিলেন শান্তনু বন্দোপাধ্যায়। জামিনে মুক্ত হয়েই সাক্ষাৎ চাইছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের।

ফাইল চিত্র

ফের দলে ফিরছেন শান্তনু? তাঁর কার্যকলাপ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে প্রায় দুই বছর জেলবন্দি ছিলেন শান্তনু বন্দোপাধ্যায়। জামিনে মুক্ত হয়েই সাক্ষাৎ চাইছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। তাঁর দাবি, ‘দোষ প্রমাণিত হয়নি’। কিন্তু প্রশ্ন একটাই, অভিষেক কি সহায় হবেন?

সূত্রের খবর, দীর্ঘ দুই বছর জেল-জীবনের পর জামিনে গত ২০ মার্চ মুক্তি পেয়েছেন হুগলির শান্তনু বন্দোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তিনি হুগলির জেলা পরিষদে গিয়েছিলেন। প্রবেশপথে মোলাকাত হয় শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে। করমর্দন সহকারে দু’জনের শুভেচ্ছা বিনিময়ের পর আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। তাঁর দায়িত্বে থাকাকালীন অবশিষ্ট দলীয় কাজগুলি নিয়ে কথা হয়। তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

শান্তনু বন্দোপাধ্যায়ের অভিমত, তাঁর দোষ এখনও প্রমাণ হয়নি। তিনি দোষী নন, অভিযুক্ত। এমন অনেক অভিযুক্তই দলে আছেন। তাহলে তিনি কেন থাকতে পারবেন না? এই নিয়ে তিনি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তিনি জানান, বেশ কিছু বিষয় তাঁর অভিষেককে জানানোর রয়েছে।