রাস্তার পাশ থেকে উদ্ধার হল বস্তা বস্তা ভোটার কার্ড৷ ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর থানার কৃষ্ণকালীতলা৷ এই নিয়ে হইচই পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ভোটার কার্ড উদ্ধার করে পুলিশ৷ সেগুলি কি আসল, নাকি নকল! আপাতত সেটাই পুলিশ খতিয়ে দেখছে৷ একদিকে যখন এই নিয়ে পুলিশি তদন্ত শুরু করেছে, তখন অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও৷ তৃণমূল ও বিজেপি এই নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কৃষ্ণ কালীতলা এলাকাটি শান্তিপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। সেখানেই রয়েছে বিসর্জন ঘাট। সেই ঘাট সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তার পাশ থেকেই এদিন উদ্ধার হয়েছে বস্তা বস্তা ভোটার পরিচয়পত্র।
স্থানীয় বাসিন্দা সুরজিৎ মিদ্দা বলেন, ‘এটা আমাদের বাঁশবাগান৷ এখানে নোংরা ফেলে গিয়েছে৷ বুধবার যখন মাঠ থেকে ফিরছিলাম, তখন দেখতে পাই। সেই সময় অনেকগুলি বস্তা পড়েছিল এখানে। ভেবেছিলাম আবর্জনা-কাগজ আছে, পুড়িয়ে দেব। কিন্তু ধুলো উড়ছিল বলে এখানে দাঁড়াইনি। বৃহস্পতিবার জানতে পারলাম যে বস্তার মধ্যে ভোটার কার্ড রয়েছে৷ এখন প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিক।’ স্থানীয়দের দাবি, এদিন রাস্তার পাশে বস্তায় প্রচুর ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায়। তা দেখে শোরগোল পড়ে এলাকায়৷ ভিড় জমে যায় ঘটনাস্থলে৷ যেহেতু এখন ভুয়ো ভোটার কার্ড বিতর্ক চলছে, তাই অনেকেরই সন্দেহ যে কার্ডগুলি ভুয়ো হতে পারে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। সেখান থেকে পুলিশ গিয়ে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়৷ রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানিরাজ বলেন, ‘পড়ে থাকা ভোটার কার্ডগুলো ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। আমাদের তরফে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ রিপোর্ট প্রদান করা হবে।’