মঙ্গলবার সন্ধ্যেয় আচমকা ঝড়ে বিপর্যস্ত হল খড়গপুর শহরের জনজীবন। তুমুল ঝড়ের সঙ্গী ছিল প্রবল শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে পড়ে আপ করমন্ডল এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে খড়গপুর স্টেশন ছেড়ে হিজলি স্টেশন ঢোকার মুখে এক ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে পড়ে করমন্ডল এক্সপ্রেস।
ঝড়ের দাপটে আইআইটি বাইপাসে ভেঙ্গে পড়ে পূর্ত দফতরের লোহার কাঠামো। ফলে বাইপাসে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ ভেঙে পড়ে, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। বিভিন্ন এলাকায় রাস্তার উপরে বাঁশ দিয়ে তৈরি এডভেটাইজমেন্ট তোরণ ভেঙে পড়ে।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তালবাগিচা শিবমন্দির মাঠে জেলা সবলা মেলার শুরু হওয়ার কথা। মঙ্গলবারের তীব্র ঝড়ে মেলার জন্য তৈরি হওয়া প্যান্ডেলের কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তারাশংকর প্রামানিক বলেন, মেলার জন্য যে কাঠামো তৈরি হয়েছিল, ঝড়ে তার ক্ষতি হয়েছে। আমরা আত্মবিশ্বাসী নির্ধারিত সময়ে পরিকল্পনা অনুযায়ী মেলার পরিকাঠামো তৈরি করে দেওয়া যাবে।