• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে শ্রীনিকেতনে রাস্তা অবরোধ

রাস্তা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার ২৩ মার্চ সকালের দিকে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল শ্রীনিকেতন মেড়ে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাস্তা অবরোধ করে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার ২৩ মার্চ সকালের দিকে ধুন্ধুমার কাণ্ড বেধে গেল শ্রীনিকেতন মেড়ে। এই এলাকার উপর দিয়ে গিয়েছে বোলপুর-সিউড়ী, ইলামবাজার এবং অজয় নদের অবন সেতুর দিকে তিনটি রাস্তা। এলাকার মানুষদের অভিযোগ, বিগত বছরের ডিসেম্বর মাসের শান্তিনিকেতনের পৌষমেলার সময় থেকে ব্যস্ততম এই মোড়ে কর্তব্যরত পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা দিনরাত রাস্তার উপরে স্ট্রিটবেকার লাগিয়ে রেখে, গাড়ি আটকে ‘টাকা তোলার’ ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার সামনে পণ্যবাহী উঁচু গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সিসিটিভি ক্যামেরা আড়াল করে এই অপকর্ম করছে। কোনও গাড়ির চালক টাকা দিতে না চাইলে তার নামে ‘কেস দেওয়ার’ হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। কয়েকজন গাড়ি চালক সে কথা স্বীকারও করে নেন। ঘটনার জেরে এলাকার পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলে ট্রাফিক ওসি সুমন প্রামাণিক ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তাঁকে ঘিরে রেখেও চলতে থাকে ক্ষুব্ধ মানুষজনদের বিক্ষোভ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল স্বাভাবিক হয়।