সংশোধিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গার বিক্ষোভের চিত্র উঠে এসেছে। শুক্রবার পার্কসার্কাস সেভেন পয়েন্টে বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়েগেছিলো শহর কলকাতা। রবিবার রাষ্ট্রপতির সইয়ের পরে আইনে পরিবর্তিত হয়েছে বিল। এবার এই সংশোধিত আইন বাতিলের দাবিতে রবিবার মগরাহাটে রেল এবং স্টেশন সংলগ্ন রাস্তাও অবরোধ করে হয়জমিয়ত উলেমায় হিন্দ সংগঠন। তাদের ডাকে রবিবার কয়েকশো কর্মীরা মাগরাহাট অঞ্চলে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের আপ ও ডাউনের ট্রেন চলাচল।
তাদের দাবি কেন্দ্র সরকারকে দ্রুত এই বিল প্রত্যাহার করতে হবে নাহলে বৃহত্তর আন্দোলে নামবেন তারা। কার্যত রবিবার স্তব্ধ থাকে ওই অঞ্চলের যান চলাচলও। ঘটনাস্থলে খবর পেয়ে তড়িঘড়ি আসেন মগরাহাট থানার পুলিস ও জিআরপি থানার পুলিস।অবরোধকারীদের সঙ্গে কথা বলার পরই অবরোধ উঠে যায়। দুপুরের পর ডায়মন্ড হারবার লাইনে ফের স্বাভাবিক ট্রেন চলাচল, একই সঙ্গে রাস্তায় বিক্ষোভ দেখানো আন্দোলনকারীদের সাথে কথা সমস্যার সুরাহা করে পুলিস।