• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

কৃষ্ণনগরে রেল-সড়ক অবরোধ অর্জুন সেনার, বিপাকে যাত্রীরা

পাঁচ দফা দাবিতে নদিয়ার কৃষ্ণনগরে অর্জুন সেনার ডাকে তিন ঘণ্টা রেল, সড়ক অবরোধ ঘিরে ভোগান্তি। রেল অবরোধ করে শুরু বিক্ষোভ।

পাঁচ দফা দাবিতে নদিয়ার কৃষ্ণনগরে অর্জুন সেনার ডাকে তিন ঘণ্টা রেল, সড়ক অবরোধ ঘিরে ভোগান্তি। সকাল হতেই রেল অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অর্জুন সেনার সমর্থকরা। কৃষ্ণনগরে এই প্রথম অরাজনৈতিকভাবে বনধের ডাক দিয়েছে অর্জুন সেনা। পাঁচটি দাবি নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার বনধের ডাক দিয়েছিল তারা।

বনধের সমর্থনে মঙ্গলবার সকালেই কৃষ্ণনগর রেল স্টেশনে উপস্থিত হন বেশ কিছু বনধ সমর্থক। এরপর তাঁরা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন সকাল ৭টা ৪ মিনিটের কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরবর্তীতে রেল পুলিশ এসে তাঁদের সঙ্গে কথা বলা শুরু করে। সাধারণ মানুষ হয়রানি শিকার হবে বলে জানায় রেল পুলিশ। তাদের অনুরোধে অর্জুন সেনা রেল অবরোধ তুলে নেয়।

এরপর কৃষ্ণনগরের নতুন বাসস্ট্যান্ডের সামনে টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান অর্জুন সেনার সমর্থকরা। বনধ সমর্থকদের দাবি, কৃষ্ণনগর কাণ্ডে এখনও তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ। কৃষ্ণনগরে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েছে। হকার উচ্ছেদ সহ আরও দুই দফা দাবিতে রাস্তায় নামে অরাজনৈতিক সংগঠন অর্জুন সেনা। এদিন বনধের সমর্থনে শহরজুড়ে মিছিলও সংগঠিত করেন তারা।