বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি দিতে উদ্যোগ

ফাইল ছবি।

ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ও রায়না ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু পরিবারের কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। এবার বাংলার আবাস যোজনায় ওই পরিবার গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নতুন বাড়ি দেওয়া হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি দিতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়ে দেয়।

জেলাশাসক আয়েষা রানী এই ব্যাপারে সর্বশেষ বৈঠকে এই কথা ঘোষণা করলেন। তিনি বলেন, চলতি মাসেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তার আগে চুড়ান্ত তালিকা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জামালপুর ও রায়না ব্লকের ৯৩১ পরিবার এ পর্যায়ে বাড়ি পাবে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সুবিধা দেওয়ার জন্য স্বস্তি প্রকাশ করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। তাঁরা বলেন, যে ভাবে ক্ষতি হয়েছিল সেই রিপোর্ট পাঠানোর পর মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পরই বাড়ি পাচ্ছেন অসহায় পরিবারের সদস্যরা।