• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

অপরাজিতা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের দাবিতে ধরনা বর্ধমানে

অপরাজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে দুদিনের ধরনা আন্দোলনে সামিল হন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

অপরাজিতা বিলকে আইনে বলবৎ করার দাবিতে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতে দুদিনের ধরনা আন্দোলনে সামিল হন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বর্ধমান শহর, কালনা, পূর্বস্থলী, জামালপুর সহ সব কটি ব্লকেই দুদিনের কর্মসূচি চলে। শহর বর্ধমানে পারবীরহাটা ট্রাফিক সিগন্যাল এর পাশে ধর্ণা মঞ্চে মহিলা তৃণমূলের নেত্রীরা ধর্ষণবিরোধী অপরাজিতা বিল কে আইনে পরিণত করার দাবিতে ধরনা সভায় সরব হন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহবানে ও বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মহিলারা ধর্ণায় বসেছিলেন। বক্তব্য রাখেন জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, আলপনা হালদার প্রমুখ।

তৃণমূল মহিলা কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে নৃশংস ঘটনা ঘটার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু ও নারী সুরক্ষার জন্য বিধানসভায় অপরাজিতা নামে একটি নতুন বিল পাস করেন। এবং তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। নতুন এই বিল অনুযায়ী ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। একই সঙ্গে বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর দাবি করা হয়েছে। অন্যদিকে যতদিন বিল আইনে বলবৎ না হচ্ছে ততদিন তৃণমূল মহিলা কংগ্রেসের আন্দোলন চলবে। এই দাবিতে কালনার পূর্বস্থলী ২ ব্লকের নসরৎপুর, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকায় দুদিন ধরে মিছিল পথ পথসভা,ধর্না আন্দোলনে সামিল হন মহিলা সদস্যরা। নেতৃত্ব দেন ব্লক তৃণমূল মহিলা নেত্রী ছন্দা সিংহ রায়, আরতি হালদার শ্রাবনী পাল। তাদের উৎসাহ দিতে ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ। অপরাজিতা বিলের সমর্থনের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিষয়েও সোচ্চার হন মহিলারা।