পোলট্রি ফার্মের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীর

পোলট্রি ফার্মের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যাণীর ১৮ নম্বর ওয়ার্ডে। কল্যাণী এক্সপ্রেসওয়ের আইআইআইটি-র পিছনে সরকারি জমিতে পিপিপি মডেলে গড়ে উঠেছে পোলট্রি ফার্ম। এই ফার্মে প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হয়।

স্থানীয়দের অভিযোগ, এই পোলট্রি ফার্ম থেকে প্রতিদিন দুর্গন্ধ ছড়ায়। এমনকী মুরগির পালক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। এর ফলে বাড়ছে রোগ ব্যাধি। স্থানীয় বাসিন্দা সুজয় শিকদার বলেন, আগে যদি জানতাম এখানে পোলট্রি ফার্ম হবে, তাহলে আমরা কিছুতেই এই ফার্ম করতে দিতাম না। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। একই বক্তব্য স্থানীয় বাসিন্দা পিয়ালি আচার্যর। তিনি বলেন, খাবারে মুরগির পালক উড়ে পড়ে। অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। খুবই অসুবিধার মধ্যে বসবাস করতে হচ্ছে।

কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ হালদার বলেন, মানুষের অসুবিধা হচ্ছেশ, এটা সত্যি। দুর্গন্ধ রয়েছে, এটাও ঠিক। বিষয়টি নিয়ে কল্যাণী মহকুমা শাসকের সঙ্গেও কথা হয়েছে। কীভাবে দুর্গন্ধ রোধ করা যায়, তার চেষ্টা চলছে। পোলট্রি ফার্মটি সরকারি প্রজেক্ট। এটি বন্ধ করার কোনও উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের নেই। তবে দুর্গন্ধ কিভাবে রোধ করা যায়, তার চেষ্টা চলছে। বিক্ষোভ দীর্ঘক্ষণ চলায় ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। স্থানীয়দের আশ্বস্ত করার পর বিক্ষোভ তুলে নেন তাঁরা।