• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

শিলিগুড়িতে চলন্ত বাসের চাকা খুলে বিপত্তি

শিলিগুড়িতে চলন্ত বাসের চাকা খুলে বিপত্তি। মঙ্গলবার সকালে শিলিগুড়ির বর্ধমান রোডে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে।

শিলিগুড়িতে চলন্ত বাসের চাকা খুলে বিপত্তি। মঙ্গলবার সকালে শিলিগুড়ির বর্ধমান রোডে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে। জলপাই মোড় ও নৌকাঘাটের মাঝখানে তার পিছনের দু’টি চাকাই খুলে বেরিয়ে যায়। বাসের মধ্যে থাকা পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। চালক তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় ছাত্রছাত্রীরা কেউ জখম হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি থানার পুলিশ। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার পর স্কুলবাসের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার খবর পেয়ে অন্য বাস পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সেই বাসে করেই পড়ুয়ারা স্কুলে যায়। জেলা পরিবহণ আধিকারিক মিল্টন দাস বলেন, ‘এখন প্রতিটি স্কুল বাসের নিয়মিত ফিটনেস পরীক্ষা করা হয়। এ জন্য বিশেষ নজরদারি টিমও রয়েছে। তারপরেও কেন এমন ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হবে।’

স্কুল বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিভাবকরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, স্কুল বাসের জন্য প্রতি মাসে মোটা টাকা নেওয়া হয়। তার পরেও এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। অভিভাবকদের প্রশ্ন, স্কুলবাসের কোনও রক্ষণাবেক্ষণই কী হয় না? বাসের গতি বেশি থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।