খড়্গপুরের চৌরঙ্গীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্যের অগ্রণী শিল্প সংস্থা রেশমি গ্রুপ। গ্রুপের অন্যতম ডিরেক্টর অভিজিৎ রায় জানান, ১৬ এবং ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে খড়গপুর ১ নং ব্লকের বড়কোলা অঞ্চলের চৌরঙ্গী এলাকায় ইতিমধ্যেই প্রায় ৮০ একর জায়গা মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য চিহ্নিত করা হয়েছে। এই মুহূর্তে এই নিচু এলাকা ভরাট করার কাজ চলছে। অভিজিৎবাবু আশা প্রকাশ করেন কিছুদিনের মধ্যেই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। তিনি জানান, রেশমি গ্রুপের কর্মী ছাড়াও সাধারণ মানুষ এই হাসপাতালের পরিষেবা পাবেন।
খড়্গপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবি বহু পুরনো। খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক জ্ঞান সিংহ সোহনপাল সত্তরের দশকে খড়্গপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরীর স্বপ্ন দেখেছিলেন। রেলের কাছ থেকে সেই সুবাদে জমিও গ্রহণ করে রাজ্য সরকার। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে খড়গপুর মহকুমা হাসপাতাল তৈরি হয়। হাসপাতালের পড়ে থাকা বিস্তীর্ণ এলাকায় মেডিকেল কলেজ তৈরি করা হবে, এমনটাই ছিল চিন্তা ভাবনা। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি পরবর্তী চার দশকে । এরপরে খড়গপুর আইআইটি এইমসের ধাঁচে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির কাজ শুরু করে। হাসপাতাল তৈরি হলেও অন্তর্বিভাগ বা মেডিকেল কলেজে শিক্ষার দরজা খোলেনি। এবার রেশমি গ্রুপের হাত ধরে খড়গপুর সেই স্বপ্ন পূরণের রাস্তা খুলে যাবে বলে আশা খড়গপুরবাসীর।