• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তরুণী খুনে অভিযুক্তর ১০ দিন হেফাজত, পুননির্মাণ করবে পুলিশ

আদিবাসী যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবকের দীর্ঘ সময়ের আলাপ ও যোগাযোগ

প্রতীকী চিত্র

বর্ধমানের নান্দুর গ্রামে আদিবাসী তরুণীকে খুনের দায়ে গ্রেপ্তার যুবককে ১০ দিনের পুলিশি হেফাজতে পেল পুলিশ। আর তারপরেই তদন্তের গতি আনতে অভিযুক্ত যুবক অজয় টুডুকে নিয়ে ঘটনার পুননির্মাণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক প্রিয়াংকা হাঁসদাকে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তবে সর্ম্পকের টানা পোড়েন থেকেই এই হত্যা কান্ড বলে জানা গেছে। মৃত ওই আদিবাসী যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবকের দীর্ঘ সময়ের আলাপ ও যোগাযোগ ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ওই তরুণীকে বেশ কিছু টাকাও দিয়ে ফেরৎ পাচ্ছিল না বলে ধৃত যুবক পুলিশের কাছে দাবি করেছে। সেই টাকা চাইতে গিয়ে হঠাৎ ওই কান্ড ঘটিয়েছে বলেও সে পুলিশকে জানায় সে।

তবে ঘটনাস্থল থেকে মৃত ওই যুবতীর মোবাইল ফোন এবং খুনের ঘটনায় ব্যবহার করা ধারালো অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এটা নিয়েও ধন্ধে পুলিশ। শনিবার আদালতে ওই যুবককে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। তারপরই অভিযুক্তকে জেলা পুলিশের একটি দল তদন্তে নেমেছে। গত ১৪ আগস্ট রাতে ওই তরুণীকে গলা কেটে খুন করা হয়। তদন্তে নেমে পুলিশ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করে। যদিও তরুণীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসেনি। হাইকোর্টে ওই সংক্রান্ত দাবির শুনানি হবে মঙ্গলবার।