৬ এপ্রিল রাজ্যজুড়ে ধুমধাম করে পালন করা হবে রামনবমী উৎসব। ইতিমধ্যেই গেরুয়া শিবির ঘোষণা করেছে রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপির হাজেরখানের সদস্য পালন করবে রামনবমী। রামনবমীর উৎসবকে ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ পদক্ষেপ।
রাম নবমী উপলক্ষে নদিয়া জেলাজুড়ে চলছে পুলিশের রুটমার্চ। সঙ্গে বিশেষ নজরদারিও। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেভাগেই তৎপর নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলা।
রামনবমীর আগে থেকেই কড়া নজরদারি জারি পুলিশের। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন থানা এলাকায় চলেছে পুলিশের কড়া নজরদারি, পাশাপাশি টহলদারি। এদিন নদিয়ার রানাঘাট এবং কৃষ্ণনগর পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকার রাস্তায় রুটমার্চ করতে দেখা গিয়েছে।
নদিয়া, শান্তিপুর থানা এলাকায় প্রায় ৩৫০ বছর ধরে রাম নবমী উৎসব পালিত হচ্ছে। তবে এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শহর এবং গ্রাম সকল জায়গাতেই চলেছে সকাল থেকে রুটমার্চ।
এদিন নদিয়ার হাঁসখালি থানা এবং নবদ্বীপ থানা এলাকা সহ একাধিক থানায় এলাকায় পুলিশের রুটমার্চ লক্ষ করা গিয়েছে। কল্যাণী থানার পক্ষ থেকেও করা হয়েছে রুটমার্চ।