ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির, ছিন্নভিন্ন মোটরবাইক

দুর্ঘটনাস্থলের ছবি। নিজস্ব চিত্র।

সাতসকালে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। ট্রেনের তলায় ঢুকে গিয়ে টুকরো টুকরো মোটরবাইক। ছিন্নভিন্ন দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শংকর রায়। বয়স আনুমানিক ৪৫ বছর। পেশায় কাপড় ব্যবসায়ী। বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগরে। শান্তিপুর স্টেশন থেকে সকাল ৮টায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। মঙ্গলবারও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন ছেড়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হতেই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা পার হতে গিয়ে তাঁর মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায়। ওই ব্যক্তি ট্রেনের চাকায় সঙ্গে প্রায় হাত কুড়ি এগিয়ে যায়। শরীরের বেশিরভাগ অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। পরিবারের লোকজনও সেখানে আসে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে।


ঘটনার জেরে এই লাইনে লোকাল ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, গোটা গোবিন্দপুর জুড়ে রেললাইনে কোনও গার্ড ওয়াল নেই। সেই কারণে এখানে বারবার দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে রেল কর্তৃপক্ষ সমস্ত ছোট বড় গলিগুলো গার্ড ওয়াল দিয়ে যেন ঘিরে দেয়, এমনটাই বক্তব্য তাঁদের।