• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

মুর্শিদাবাদ মেডিক্যালের শৌচাগার থেকে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই রোগী।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শৌচাগার থেকে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই রোগী। পরে একটি শৌচাগারের জানলা থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় তাঁকে। মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই রোগী আত্মহত্যা করেছেন। তবে এটি ‘খুন’ না ‘আত্মহত্যা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাফাতুল্লা শেখ (৫৫)। মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। কয়েকদিন আগে বাড়িতে বিষ খেয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেছিলেন তিনি। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন সাফাতুল্লা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে হাসপাতালের বেডে ছিলেন না সাফাতুল্লা শেখ। পরে তাঁর খোঁজ শুরু হয়। এরপর জানা যায়, হাসপাতালের একটি শৌচাগার ভিতর থেকে বন্ধ রয়েছে। পরে সেই দরজা ভেঙে ভিতরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে সকলের নজর এড়িয়ে হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস দিলেন তিনি, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।