• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

পূর্ব বর্ধমান জেলাকে প্লাস্টিক দূষণ মুক্ত করার ডাক পঞ্চায়েত মন্ত্রীর

পূর্ব বর্ধমান জেলাকে আর্বজনা ও প্লাস্টিকমুক্ত করার ডাক দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

পূর্ব বর্ধমান জেলাকে আর্বজনা ও প্লাস্টিকমুক্ত করার ডাক দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। রায়না ২ ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোতান গ্রামে এদিন এক কর্মসূচি মঞ্চে ছিলেন মন্ত্রীসহ জেলা প্রশাসন ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভা থেকেই প্লাস্টিক বর্জ্যের ব্যবহার বন্ধ করে দূষণমুক্ত জেলা গড়ার ডাক দেওয়া হয়েছে।

রায়না ২ ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিন দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ডাক দিয়ে সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। মন্ত্রীসহ বিভিন্ন স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকরা সকলেই অংশ নেন। পরে গোতান বাজারে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েষা রানি, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধাড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধাড়া মালিক, বিডিও অনিশা যশ এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভায় মন্ত্রী প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা আহ্বান করেন। তিনি বলেন, যাঁদের বাড়িতে শৌচাগার নেই তাঁরা গ্রাম পঞ্চায়েতে আবেদন করুন। সরকারি উদ্যোগে শৌচাগারও করে দেওয়া হবে।