১ এপ্রিল থেকে রাজ্য সরকার অফলাইনে ত্রিস্তর পঞ্চায়েতের কাজ বন্ধ করতে চলেছে। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ, এই ত্রিস্তরে রাজস্ব ফাঁকি রুখতে এবং কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবার থেকে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় যাবতীয় তথ্য ‘সহজ সরল’ পোর্টালে আপলোড করতে হবে। আর্থিক অনিয়ম ঠেকাতেও এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। এমনকি গ্রামসভায় গৃহীত সিদ্ধান্তও এই সহজ সরল পোর্টালে আপলোড করতে হবে।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলাতে হয়ে গেল প্রশিক্ষণ শিবির। পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ওই প্রশিক্ষণ শিবির চলে। জেলার এই প্রশিক্ষণ শিবিরে তিনটি স্তরের হিসাবরক্ষক, ফিনান্সিয়াল কর্মীরা অংশগ্রহণ করেন। জেলা ও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সফটওয়ার বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ শিবিরে তাঁদের হাতেকলমে শেখালেন। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের আওতায় যেসব সম্পত্তি, হাট, বাজার, দোকান রয়েছে সেগুলিতে অফলাইনে খাজনা, ট্রেড লাইসেন্স নেওয়া হতো। এখন থেকে এই সব ব্যবস্থা অনলাইনে করতে হবে। রাজ্য সরকার সবটা নজরদারি করতে পারবে। কোথাও ফাঁকি দেবার জায়গা আর রইল না। এমনটাই জানা গেছে সূত্র মারফত।
এর আগে গ্রাম পঞ্চায়েতে মনিটরিং সিস্টেম এবং পঞ্চায়েত সমিতি ফার্ম মনিটরিং সিস্টেম নামে দুটি পৃথক পোর্টাল ছিলো। এখন এই দুটিকে এক করে ‘সহজ সরল’ পোর্টাল করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীরা এই পোর্টাল হওয়াতে খুশি। তারা অনেকেই জানান, এটা শিখতে একটু সময় লাগবে। তবে এতে কাজ করে অনেক সুবিধা হবে। স্বচ্ছতা বজায় থাকবে। সরকারের আয়ও বাড়বে।