জঙ্গি সন্দেহে তলব করা হল মুর্শিদাবাদে ধৃতের পড়শিকে

প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুই ব্যক্তিকে জঙ্গি সন্দেহে আগেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তথা এসটিএফ। এবার ধৃতদের একজনের যোগসূত্র ধরে ওই এলাকারই আরও এক বাসিন্দাকে তলব করল রাজ্য এসটিএফ।

সূত্রের খবর, হরিহরপাড়ার রুকুনপুর পঞ্চায়েতের মাগুড়া গ্রামে মঙ্গলবার অভিযান চালায় এসটিএফ। অভিযান চালানো হয় রফিকুল ইসলাম নামে বছর পঞ্চাশের এক ব্যক্তির বাড়িতে। সূত্রের খবর, সেই সময় তিনি বাড়ি ছিলেন না। তবে নোটিশ দিয়ে আগামী সোমবার ২৭ জানুয়ারি কলকাতায় তলব করা হয়েছে তাঁকে। এসটিএফ সূত্রে খবর, জঙ্গি সন্দেহে ধৃত মিনারুলের সঙ্গে যোগ ছিল রফিকুলের। দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোনে কথোপকথনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

শুধু তাই নয়, সূত্রের খবর ধৃত মানিরুল যখন আসাম গিয়েছিল তখন তার সঙ্গে ছিলেন রফিকুল। সেই সূত্র ধরেই এবার কলকাতায় তলব করা হল তাঁকে। যদিও পুলিশি তলবকে ঘিরে রফিকুলের বক্তব্য, ‘আমি চাষ করি। সেই সংক্রান্ত কিছু কথা হয়েছিল। মিনারুল পেঁয়াজের বীজ বিক্রি করতো, আমি ওর কাছ থেকে সেই বীজ কিনে চাষ করতাম’। তবে তলবে সব রকম সহযোগিতা করার কথাও জানান রফিকুল।