নাবালিকার ছবি বিকৃত করে সেই ছবি দেখিয়ে টানা ব্ল্যাকমেল এবং ধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক প্রথমে নাবালিকার ছবি বিকৃত করেন। এরপর গত মাসের ২৪ তারিখে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ।