• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ব্রাউন সুগার-সহ গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

জলপাইগুড়ির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠল।

আরজি কর কাণ্ডের পর থেকে আলোচনায় সিভিক ভলান্টিয়াররা (Civic Volunteer)। জেলায় জেলায় সিভিকদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে উঠেছে। এরই মধ্যে জলপাইগুড়ির এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কিশোর রায় বাসে চেপে জলপাইগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন। বাস থেকে নেমে মাঝপথে মাদক সেবন করছিল সে। গোটা বিষয়টি দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী ব্রাউন সুগার-সহ হাতেনাতে ধরে ফেলে ওই সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় জলপাইগুড়ির কোতুয়ালি থানায়। থানা থেকে পুলিশ এসে সিভিক ভলান্টিয়ার কিশোর রায়কে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদ অভিযুক্ত স্বীকার করে নেয়, তাঁর কাছে ব্রাউন সুগার রয়েছে। আর সেটি তিনি জলপাইগুড়ি স্টেশন রোড থেকে কিনেছেন। এরপরই তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তরুণী চিকি‍ৎসকের মৃতদেহ পাওয়া যায়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারও করে পুলিশ।