• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

কালনা হাসপাতালে জাতীয় সমীক্ষক দলের পর্যবেক্ষণ

ন্যাশনাল লেভেল মুসকান অ্যাসেসমেন্ট কর্মসূচি হল কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে। কর্মসূচিতে জাতীয়স্তরের দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ন্যাশনাল লেভেল মুসকান অ্যাসেসমেন্ট কর্মসূচি হল কালনা সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতালে। এই কর্মসূচিতে জাতীয়স্তরের দুই প্রতিনিধি সহ জেলার আরও তিন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাঁচ ঘণ্টা ধরে তাঁরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের শিশুবিভাগ, শিশু আউটডোর সহ বিভিন্ন বিভাগে পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি মূলত শিশু পরিষেবা সংক্রান্ত বিষয়ে বেশি খোঁজ খবর নেন। সামগ্রিক পরিষেবা সন্তোষজনক হলেও কয়েকটি পরিষেবা আরও উন্নত করার পরামর্শ দেন।

হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, সেন্ট্রাল মুসকান অ্যাসেসমেন্ট ভিজিট হয়েছে। জাতীয় স্তরের দু’জন ও জেলাস্তরের তিন জন প্রতিনিধি শিশু পরিষেবার দিক খতিয়ে দেখেন। সামগ্রিক পরিষেবা ভালো বলে জানিয়েছেন। তবে, কো-অর্ডিনেশন, ডকুমেন্টশন ও কোয়ালিটি আরও উন্নত করার পরামর্শ দিয়েছেন। পরামর্শ মতো পরিষেবা আরও উন্নত করা হবে। এর আগে সেন্ট্রাল ভিজিটের ১৬টি ইউনিটের মধ্যে ১৫টিতে আমরা উত্তীর্ণ হয়েছি। উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।