কেতুগ্রাম ২ ব্লকের নতুনগ্রামের একটি জুনিয়র হাই স্কুলে শিক্ষকের অভাবে ক্লাস করাচ্ছেন এক অশিক্ষক কর্মী। ২০১০ সালে প্রতিষ্ঠা হওয়া এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৪২। কিন্তু শিক্ষক মাত্র একজন। তাঁকেও আবার মিড ডে মিল সংক্রান্ত এবং অন্য বিভিন্ন অফিসের কাজে অন্যত্র যেতে হয়। সেই সময় পড়ুয়াদের পড়াশোনার দায়িত্ব পড়ে চতুর্থ শ্রেণির কর্মী জয়কৃষ্ণ প্রধানের উপর। এই স্কুলে পঞ্চম শ্রেণিতে ৩০ জন, ষষ্ঠ শ্রেণিতে ৩৪ জন, সপ্তমে ২৬ জন ও অষ্ঠম শ্রেণিতে ৫২ জন পড়ুয়া পড়াশোনা করে।
শিক্ষক রয়েছেন একজন এবং অশিক্ষক কর্মীও একজন। চারটি ক্লাস চালানোর দায়িত্ব রয়েছে একমাত্র শিক্ষক মণিশঙ্কর নস্করের উপরেই। তিনি অন্যত্র কাজে গেলে সেই সময় অশিক্ষক কর্মীই ক্লাসের দায়িত্ব সামলান। আগে এই স্কুলে ৩ জন শিক্ষক–শিক্ষিকা ছিলেন। পরে দুইজন বদলি হয়ে গেলে বর্তমানে একজন শিক্ষককে দিয়েই সমস্ত কাজ পরিচালনা করা হচ্ছে।
জানা গিয়েছে, পরিচালন কমিটির অনুরোধেই পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন অশিক্ষক কর্মী। স্কুল পরিচালন কমিটির সভাপতির দাবি, জয়কৃষ্ণ প্রধান খুব ভালোভাবেই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ক্লাসগুলো নিতে পারেন। তাই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেতুগ্রাম ২ ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক কুন্তল দত্ত বলেন, ‘নতুনগ্রাম জুনিয়র হাইস্কুলে আরও দুজন শিক্ষকের অনুমোদন হয়ে গিয়েছে। তাঁরা শীঘ্রই কাজে যোগ দেবেন।’