• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

স্কুলে চুরির ঘটনায় আটক নৈশ প্রহরী

বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় নৈশ প্রহরীকে আটক করল পুলিশ। শনিবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার সারদামণি বালিকা বিদ্যালয়ে।

বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় নৈশ প্রহরীকে আটক করল পুলিশ। শনিবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার সারদামণি বালিকা বিদ্যালয়ে। শনিবার সকালে দেখা যায়, বিদ্যালয়ের অফিস ঘরের তালা ভেঙে দশ হাজার টাকা এবং একটি হার্ড ডিক্স চুরি গিয়েছে। এই ঘটনায় পুলিশ সুনীল দাস নামে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গোলাম সারওয়ার জানিয়েছেন, তদন্ত চলছে। কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, নাইট গার্ড সুনীল শনিবার সকালে বিদ্যালয়ের পিওনকে ফোনে চুরির ঘটনার খবর দেন। এরপর পুরো বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমাপ্তি বিশুইকে জানানো হয়। তিনি বলেন, সুনীল প্রথম আমাদের পিওনকে চুরির খবর দেন। এরপর আমি স্কুলে গিয়ে দেখি অফিস ঘরের তালা ভাঙা। স্কুলের নিত্য খরচের ১২ হাজার টাকা চুরি গিয়েছে, সিসিটিভির ফুটেজ সম্বলিত হার্ড ডিস্ক নেই। লালগড় থানায় অভিযোগ জানিয়েছি।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিদ্যালয়ে ভর্তির প্রায় ৭০ হাজার টাকা ব্যাঙ্কে জমা করা হয়েছিল। নিত্য প্রয়োজনীয় খরচের প্রায় ১২ হাজার টাকা অফিসে ছিল। শনিবার সকালে ওই নাইট গার্ড জানায়, রাত সাড়ে তিনটা নাগাদ মুখ বাঁধা দুষ্কৃতীরা তাঁকে ভয় দেখিয়ে অফিস ঘরের তালা ভেঙে ঢুকেছিল। পুলিশ তাঁর বয়ানে অসঙ্গতি পায়। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। লালগড় থানা সূত্রে জানা গিয়েছে, কোনও দুষ্কৃতী হানার ঘটনা ঘটেনি।