এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে। সোমবার রাতে এলাকার একটি বাড়ি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে মৃত্যু হল মহিলার? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার ছেলেকে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সোমালি তিরকি। তাঁর বয়স ৬০ বছর। ছেলে আবিরের সঙ্গে বাগানের ফিটার লাইনে থাকতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মা-ছেলের মধ্যে ঝামেলা হয়। আশপাশের লোকজন তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের বিষয়টি লক্ষ্য করেছিলেন। এরপর পর থেকে বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি দু’জনকে। সোমবার সকাল থেকেই স্থানীয়রা দুর্গন্ধ পাচ্ছিলেন। কিন্তু প্রথমে তাঁরা গন্ধের উৎস বুঝতে পারেননি।
বিকেল নাগাদ তাঁরা বুঝতে পারেন, সোমালির বাড়ি থেকেই দুর্গন্ধ ছাড়ছে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, একটি ঘরে পড়ে রয়েছে সোমালির মৃতদেহ। পাশের ঘরে দরজা বন্ধ করে বসেছিলেন বৃদ্ধার ছেলে আবির। স্থানীয় বাসিন্দারাই গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকেই ওই বৃদ্ধার ছেলেকে আটক করে হাসিমারা ফাঁড়ির পুলিশ। দেহটি ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে কী কারণে চুপ করে বসেছিলেন? কীভাবেই বা মৃত্যু হল বৃদ্ধার? তাঁর ছেলে কী জানতেন না মা মারা গিয়েছেন? নাকি আবিরই মাকে খুন করেছিলেন? কেন বা প্রতিবেশীদের কিছু জানাননি তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।