অনুপস্থিতির জেরে জরিমানা দিতে হচ্ছে মুর্শিদাবাদের স্কুলের পড়ুয়াদের

প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটি স্কুলের বিরুদ্ধে উঠে এল নতুন ধরনের দুর্নীতির অভিযোগ! যেই সমস্ত পড়ুয়াদের উপস্থিতির হার কম, তাদের থেকে নাকি স্কুল কর্তৃপক্ষ আর্থিক জরিমানা নিচ্ছেন! এখানেই শেষ নয়। যে সকল পড়ুয়া ওই আর্থিক জরিমানা দিচ্ছে না, তাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবার জন্য ফর্মও ফিলআপ করতে দিচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ! এই নতুন ধরনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্র মারফৎ জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া অঞ্চলের বি বি পাল বিদ্যানিকেতনে এই ধরনের কাণ্ড ঘটেছে। উপস্থিতির হার কম থাকায় আর্থিক জরিমানা দাবি করা হচ্ছে পড়ুয়াদের থেকে। না দিলে মিলছে সাজাও। তবে শুধু উপস্থিতির হার কম এমন পড়ুয়াই নয়। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, নিয়মিত স্কুলে আসে যারা, তাদের থেকেও ১৫০ টাকা করে জরিমানা নেওয়া হচ্ছে। তবে কর্তৃপক্ষ সেই কথা অস্বীকার করে জানিয়েছেন, উপস্থিতির হার যাদের কম, শুধু তাদের কাছ থেকেই আর্থিক জরিমানা নিচ্ছেন তাঁরা। সেই জরিমানাও যথাযথ নিয়ম মেনেই নিচ্ছেন বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুল হকের বক্তব্য, ‘স্কুলে উপস্থিত থাকার জন্য একাধিক বার পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও অধিকাংশ পড়ুয়া দিনের পর দিন স্কুলে আসেনি, ক্লাস করেনি। নির্দিষ্ট নিয়ম মেনেই যাদের উপস্থিতির হার ৭৫ শতাংশের কম, তাদের থেকে জরিমানা নেওয়া হচ্ছে। জরিমানা-সহ সমস্ত টাকাই ফর্ম ফিলাপের পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলে জমা দেওয়া হবে।’


জেলার স্কুল প্রশাসন এই অভিযোগের খবর কানে আসতেই সক্রিয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদের ডিআই (ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলস) জানান, ‘বিষয়টি জানার পরেই জরিমানা নেওয়া বন্ধের নির্দেশ দিয়েছি। যদি ওই স্কুল টাকা নিয়ে থাকে তা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’