বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। তুমুল চাঞ্চল্য সোনারপুরের ৯ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিশাল সাউ (২৫)। তিনি ছাতু বিক্রি করে সংসার চালাতেন। বছর খানেক আগে বিয়ে হয় বিশাল সাউয়ের। বাড়িতে তাঁর স্ত্রী আড়াই মাসের ছেলে আছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। তবে কী কারণে তাঁকে মারধর করে বন্ধুরা, তা স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
বিশালের পরিবারের দাবি, আকাশ পাইক নামে এক বন্ধু রাত ১০টা ৪২ নাগাদ ফোন করে বিশালকে ডাকে। আকাশ ছাড়াও রাকেশ ও রাহুল নামে আরও দু’জন ছিলেন। স্ত্রী বারণ করলেও জোর করে বন্ধুদের সঙ্গে যান বিশাল। অভিযোগ, মদ্যপানের আসরে বন্ধুরাই বিশালকে মারধর করে মাঠে ফেলে দিয়ে যায়।
রাত ১টা নাগাদ বিশালের পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর বিশালকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ভোরে বিশালকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা সত্যেন্দ্র সাউ বলেন, ‘আমরা খাবার খেয়ে শুয়েছি। আমার কাছে ফোন এল। শুনলাম ছেলেকে মেরে ফেলে রেখে গিয়েছে।’ মৃতের স্ত্রী বলেন, ‘ওকে যেতে বারণ করেছিলাম। আমার কথা শোনেনি। ওর বন্ধুরাই ওকে মেরে ফেলল।’