• facebook
  • twitter
Tuesday, 8 April, 2025

মুর্শিদাবাদে কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার মা ও ছেলে

মা ও ছেলে কারও জন্য এই কাজ করছিল। কাজ সম্পন্ন হলে হয়তো হাতে মোটা টাকা পেত। ধৃতদের জেরা করে সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছে তদন্তকারী দল।

কয়েক কোটি টাকার ব্রাউন সুগারের ব্যাগ নিয়ে বাস ধরছিলেন মা ও ছেলে। হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তাঁদের থেকে প্রায় ৫৮২ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মা মানোয়ারা বিবি ও ছেলে রকি শেখ। জানা যাচ্ছে, ধৃতরা লালগোলার মাছবাজারের বাসিন্দা। তাঁরা এই ব্যাগ ভর্তি ব্রাউন সুগার নিয়ে উত্তরবঙ্গ চম্পট দেওয়ার চেষ্টা করছিল।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের কাছে খবর ছিল মা ও ছেলে কয়েক কোটি টাকার ব্রাউন সুগার পাচার করতে চলেছে। তাঁরা কার্যত অভিযানের জন্য প্রস্তুত ছিল। খবর পেতেই তল্লাশি শুরু করেছিল পুলিশ। ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের কাছে বাসে করে চম্পট দেওয়ার আগেই তাঁরা ব্যাগসহ মা ও ছেলেকে হাতেনাতে ধরে। ব্যাগের তল্লাশি নিতেই বেরিয়ে আসে ৫৮২ গ্রাম ব্রাউন সুগার। ছেলের কাছ থেকে ২৬৭ গ্রাম এবং মায়ের থেকে ৩১৩ গ্রাম বাউন সুগার উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, এর বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। তবে মা ও ছেলে কোথা থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল এবং কার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল তা এখনও জানা সম্ভব হয়নি।

পুলিশের অনুমান, মা ও ছেলে কারও জন্য এই কাজ করছিল। কাজ সম্পন্ন হলে হয়তো হাতে মোটা টাকা পেত। ধৃতদের জেরা করে সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছে তদন্তকারী দল। ঘটনায় আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ধৃতদের ইতিমধ্যে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

News Hub