• facebook
  • twitter
Friday, 20 December, 2024

নদিয়া থেকে পাকড়াও মোবাইল চোর, উদ্ধার একাধিক স্মার্টফোন

নদিয়া থেকে এক জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম বিরঙ্গিয়া মাহাতো। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি স্মার্টফোন।

প্রতীকী ছবি

দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে আসছিল পকেটমারির অভিযোগ। কখনও টাকা ভর্তি মানিব্যাগ আবার কখনও মোবাইল। দিনে দুপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বড়বাজারের ব্যবসায়ীরা। সেই ঘটনার তদন্তে নেমে নদিয়া থেকে এক জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম বিরঙ্গিয়া মাহাতো (৪০)।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বড়বাজারে ব্যবসার কাজে আসা সাধারণ মানুষের টাকা এবং মোবাইল চুরি করতো ধৃত। সম্প্রতি সেই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা বিরঙ্গিয়া ঘাঁটি গেড়েছে নদিয়ায়। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে অপরাধীকে পাকড়াও করে কলকাতা পুলিশের বড়বাজার থানা এবং গোয়েন্দা বিভাগের কর্তারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আটটি স্মার্টফোন।