১৯ দিন নিখোঁজ, কালভার্টের নীচ থেকে উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ

প্রতীকী চিত্র।

কালভার্টের নীচ থেকে এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। টানা ১৯ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবতী। দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে করণদিঘি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই তরুণী। বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, সেইসময় এক যুবক তাঁকে অপহরণ করে। এরপর শুরু হয় খোঁজাখুজি। কিন্তু তাতেও মেয়ের খোঁজ পাননি পরিবারের সদস্যরা। পুলিশের কাছে দায়ের হয় নিখোঁজ ডায়েরি।

নিহত যুবতীর পরিবারের তরফে জানানো হয়েছে, অপহরণ করার পরেই মেয়ে লুকিয়ে লুকিয়ে অভিযুক্তের ছবি পাঠিয়ে দেয় বাড়িতে। সেই কথা কোনওভাবে জেনে যায় অভিযুক্ত। সেই কারণেই তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। ওই ছবির ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপরও মেয়েটির খোঁজ পাওয়া যায়নি।


কয়েক দিনের চেষ্টার পর মুখ খোলে অভিযুক্ত। অনেক জিজ্ঞাসাবাদ পর অভিযুক্তের বয়ানের জেরে কালভার্টের নীচ থেকে উদ্ধার হয় যুবতীর রক্তাক্ত দেহ। কী কারণে অভিযুক্ত যুবতীকে খুন করেছে, তা নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্তকে ৬ দিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে।