নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালক কিশোরের বিরুদ্ধে! নদিয়া জেলার তেহট্টে ঘটেছে এমন ঘটনা। গত সোমবার গভীর রাতে ওই নাবালক হানা দেয় ওই নির্যাতিতার বাড়িতে এবং ধর্ষণ করে তাকে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। গত বুধবার জুভেনাইল আদালতে তোলা হয় তাকে। আপাতত ওই কিশোরকে হোমে রাখা হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন জুভেনাইল আদালতের বিচারক।
পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই দুই নাবালক পাশাপাশি এলাকায় থাকেন। কিছু মাস আগে তাদের সমাজমাধ্যমে আলাপ-পরিচিতি হয়। সেই পরিচিতি গড়ায় বন্ধুত্বে। সেই বন্ধুত্বের সুযোগ নিয়েই এই ঘটনা ঘটিয়েছে নাবালক, এমনটাই অভিযোগ। পকসো আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে।
পুলিশি সূত্র থেকেই আরও জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত কিশোর প্রবেশ করে নির্যাতিতার বাড়িতে। তার শোবার ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ওই কিশোর। ধস্তাধস্তি করে কোনওমতে নিজেকে ছাড়িয়ে নেন নির্যাতিতা। প্রাণপণে চিৎকার করে ডাকতে থাকেন বাড়ির লোকজনকে। চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন নির্যাতিতার দাদু। তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরেরদিনই, অর্থাৎ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
তেহট্টের পুলিশের এসডিপিও শুভতোষ সরকার জানান, ‘অভিযোগের ভিত্তিতে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তদন্ত চলছে।’