হারতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী! সমবায় ভোট দিয়ে শুরু, বিধানসভার ভোটে নিশ্চিহ্ন করব! তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে হুংকার কেশপুরের বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা। পরবর্তীতে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ে গিয়েও দলের ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের সঙ্গে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। আগামী দিনে ছাত্র-যুবরা রাজ্য তথা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে বলে তিনি এমনও আশা প্রকাশ করেন। পাশাপাশি কেশপুরের ১ নম্বর অঞ্চলের শোলিডিহা গ্রামে যান রাজ্যের রাষ্ট্র মন্ত্রী শিউলি সাহা।
মঙ্গলবার শোলিডিহাতে হাতির হানায়এক ব্যক্তির মৃত্যু হয়। বুধবার মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান তিনি। সেই সঙ্গে তিনি মৃত ব্যক্তির পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন কেশপুরের বিধায়কা তথা রাজ্যের রাষ্ট্র মন্ত্রী শিউলি সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা সারা বছর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, মানুষের পাশে থাকি। ভোটের সময় তাই আমাদেরকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হারতে শুরু করেছে। শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে। আগামী দিনে বিজেপি পশ্চিমবাংলায় বিধানসভার ভোটে নিশ্চিহ্ন হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর গীতা বিলির প্রসঙ্গে শিউলি সাহা বলেন, বিজেপির নেতাকর্মীরা শুধুমাত্র হিন্দু নয়।তৃণমূল কংগ্রেসের ভোটারদের মধ্যেও সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় রয়েছে। তাই পশ্চিম বাংলার মানুষকে এইভাবে হিন্দুত্বের জিগির তুলে হাততালি পাওয়া যায়, ভোটে জেতা যায় না।