• facebook
  • twitter
Wednesday, 19 February, 2025

ঐতিহ্যবাহী গ্রামীণ স্কুলে প্লাটিনাম জুবিলি মঞ্চের উদ্বোধনে মন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা এই শোভাযাত্রায় অংশ নেন।

পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের ঐতিহ্যবাহী বিদ্যালয় সেহারাবাজার চন্দ্র কুমার ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এদিনই বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি মঞ্চেরও উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. ষোড়শী মোহন দাঁ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ বলেন, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি রয়েছে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, পঁচাত্তর বছরের বেশি সময় আগে শিক্ষা ব্যাবস্থার অনেক সংকট ছিল। তার পরেও বহু শিক্ষানুরাগী মানুষজন এগিয়ে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। এই বিদ্যালয় তারই প্রমাণ। আজ উচ্চ মাধ্যমিক এই বিদ্যালয়ে শয়ে শয়ে ছাত্রছাত্রীরা বছরের পর বছর শিক্ষা লাভ করে জীবন গড়ে তুলতে পারছে, এটাই বড়ো কথা। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা এই শোভাযাত্রায় অংশ নেন।