নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির সাজা ঘোষণা হল। ২৫ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা হয় বর্ধমান জেলা পকসো আদালতে। দোষীর নাম শের আলী মল্লিক। জানা গেছে, অভিযোগকারী একজন নিরীহ, অসহায়, স্বামী পরিত্যক্তা মহিলা। তিনি তাঁর ছেলে মেয়েদেরকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার রায়নার মাছখাণ্ডা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পাশের একটি রাইস মিলে কাজ করে সংসার চালাতেন। এই অসহায়তার সুযোগ নেন শের আলী। ওই ব্যক্তি ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সকালে ভাড়াবাড়িতে ঢুকে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করে।
অভিযোগকারী তাঁর প্রতিবেশীর কাছ থেকে এই খবর জানতে পেরে দ্রুত বাড়িতে ফিরে আসেন। তারপর তাঁর নাবালিকা মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারেন। ঘটনার কথা জানিয়ে রায়না থানাতে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ শের আলী মল্লিককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বর্ধমানের বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়। মামলাটি বিশেষ পকসো আদালতে বিচারাধীন ছিল। অবশেষে এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। এই জঘন্য, গর্হিত অপরাধের জন্য অপরাধীকে ২৫ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারক। পাশাপাশি জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।